ফ্রী শিপিং বলে কিছুই হয়না , সব প্রডাক্টের সাথে শিপিং চার্জ জোড়া থাকে। তাই আমরা আপনাকে বোকা বানাতে চাই না।

একজন সাধারণ গৃহবধূ থেকে GlowMe Herbal মত একটা Skincare Brand গড়ে ওঠার গল্প …

একজন সাধারণ গৃহবধূ থেকে GlowMe Herbal মত একটা Skincare Brand গড়ে ওঠার গল্প , পথটা মোটেও সহজ ছিল না !

 এক দিকে সংসার , ছোট্ট মেয়ে  আর অন্যদিকে নিজের স্বপ্নগুলো  বাস্তবের রূপ দেবার তীব্র আকাঙ্খা।

ছোটবেলা থেকেই আলাদা কিছু করার অদম্য ইচ্ছা , যা আমাকে বারবার নতুন কিছু ভাবার পথে , নতুন কিছু করার দিকে চালনা করেছে ।তাই বাচ্ছা আর স্ংসার সামলেও অবসর সময়ে YouTube দেখেই চলত রূপচর্চার নানা পরিক্ষা – নিরিক্ষা ।

মেয়েরা সাধারণত নিজের ত্বক ও চুলের প্রতি খুবই সচেতন হয় , আমিও অন্যথা নয় । তাই ভাবলাম এটা নিয়েই কিছু করব । কিন্তু  Online Search করতে গিয়ে দেখলাম, বাজারে শুধুমাত্র কেমিক্যাল মিশ্রিত প্রোডাক্ট  কিংবা বিদেশী কিছু Branded Cosmetic , যার দাম আকাশছোঁয়া ।

উন্নতমানের হার্বাল প্রডাক্ট নেই বললেই চলে । তখনই ঠিক করলাম আমি এমন প্রডাক্ট বানাবো যা হবে একেবারে আমাদের দেশীয় ভেষজ উপাদানে ভরা এবং যার দাম হবে সাধারণের সাধ্যের মধ্যে ।

এইভাবনা থেকেই জন্ম হল GLOWME HERBAL – এর ।প্রথম দু-তিনবার সাবান বানালাম , কিন্তু পদ্ধতি জানি না ,  তাই ব্যর্থ  হলাম । তারপর YouTube  Vedio দেখে , বিভিন্ন ফ্রি Workshop Attend করে , অবশেষে বানিয়েই ফেললাম ।

যেদিন প্রথম হার্বাল সাবান বানিয়েছিলাম সেদিন যে কি আনন্দ হয়েছিল , বলে বোঝানো যাবে না । আমার কত্তামশাই বলল – সাবান তো বানালে , এবার ?!

আমি বললাম – এবার ব্যবসা করব ।

শুনে ও’ খুব হাসল ।

আমি কিন্তু দৃঢ প্রতিজ্ঞ ছিলাম । ওর হাসি দেখে জেদটা আরও বেড়ে গেল ।

যে যাই বলুক আমি কাজে লেগে পড়লাম ।

নিজের আত্মীয় -স্বজন , পাড়া প্রতিবেশী সকলকে দিলাম, নিজের বানানো সাবান । কী যে খুশী হইয়েছিলাম সেদিন ! ভেবেই নিয়েছিলাম এই তো আমি ব্যবসায়ী  হয়ে উঠেছি । এবার সবাই আমার থেকেই কিনবে !

কিন্তু , প্রতিক্রিয়া এল উল্টো ।

কেউ বলল – সাবানে ফেনা হয় না । কেউ বলল – খুব তাড়াতাড়ি গলে যাই ।

কেউ বা মন রাখার জন্য ‘ঠিক আছে , আরও ভালো হবে ‘ ।

খুব মন খারাপ হয়ে গেল ।

তখন Covid-19 চলছে , চারদিকে মহামারীর ভয়াবহ প্রভাব । আমি ঠিক করলাম – অনলাইন সোপমেকিং কোর্স করব । যেমন ভাবা তেমনি কাজ । এবার আমি Professional ভাবে আবার শুরু করলাম ।

কোর্স করছি , সংসার-বাচ্ছা সামলাচ্ছি , সাবান তৈরী করছি , সব একসাথে চলছে । আবার পাড়া-প্রতিবেশী , বন্ধু-বান্ধব দের ফ্রি গিফট দিলাম । এবার অনেকটা Batter Response পেলাম । যার ব্রণ / পিম্পিলের সমস্যা তাকে Neem-Tulsi Soap , যে স্কিনে গ্লো আনতে চাই তাকে Saffron Soap দিলাম । এইভাবেই যাত্রা পথ শুরু হল –

আমার  2nd Child “ GlowMe Herbal” – এর ।

যখন পাড়া-প্রতিবেশী , বন্ধু-বান্ধব রা ভালো বলল , তখন সাহসে ভর করে  Social Media – তে পোস্ট করলাম । দেখলাম অনেকেই পছন্দ করছেন , ধীরে ধীরে ফেসবুক / ইনস্টা  তে  পরিচিতি বাড়ল ।

আমি সেই সময় নিজেকে বললাম আরও অনেক কিছু শেখা বাকী । ভর্তি হলাম Advance Course -এ । আরও অনেক ধরণের প্রডাক্ট বানাতে শিখলাম । এইভাবে দেখতে দেখতে তিন বছর পার হয়ে গেল , তখন আমি আরও একটু সাহস করে একটা Website বানিয়ে ফেললাম ।

সাধারণ গৃহবধূ থেকে ওয়েবসাইট পর্যন্ত  সফরে , অনেক বাঁধা এসেছে । কখনও আর্থিক বাঁধা  , তো  কখনও পারিবারিক ।

সাথে মেয়েকে বড় করার দায়িত্ব , ওর  স্কুল এবং পড়াশুনো সবটাই আমাকে দেখতে হয় ।  আর্থিক  ক্ষতির মুখেও পড়েছি অনেকবার । মাঝে মাঝে ডিপ্রেশনের স্বীকার হয়েছি । আমার হ্যাসবেন্ড বিরক্ত হয়ে বলেছে – “ ওসব  ছাড়ো , অনেক হয়েছে , যা টুকটাক করছিলে তাই করো” ।

কিন্তু আমার অদম্য ইচ্ছাশক্তি আমায় থেমে যেতে দেয়নি । ব্যর্থতা যতবার এসেছে , ততবার আমি  আবার দ্বিগুন উদ্যোম নিয়ে শুরু করছি । কোন ব্যর্থতা দমাতে পারবে না , সেই মনভাব নিয়ে বারবার এগিয়েছি ।

দেখতে দেখতে পাঁচ বছর কেটে গেল , ২০২৫ -এ  “GLOWME HERBAL”  আমার স্বপ্নের  Brand অনেকটা স্বাবলম্বী ।

সারা পশ্চিমবঙ্গ তথা সারা দেশের বিভিন্ন প্রান্তে আমার প্রডাক্ট ছড়িয়ে পড়েছে । আজ ৫০ হাজারের বেশী কাস্টমার   “GLOWME HERBAL”  -কে আপন করে নিয়েছে ।

আপনাদের সকলের ভরসা ও ভালবাসা পেয়ে আমি ধন্য । আগামীদিনে  আপনাদের প্রিয় Brand – “ GLOWME HERBAL” আরও বড় হবে , ৫ লাখ মানুষ ব্যবহার করবে , ভরসা করবে ।

Visit our Website : https://www.glowmeskincare.com/ (Get 30% Off , Use This Coupon Code : GLOWME30 )

#skincare #glowmeskincare #ayurvedaskincare #viralpost2025 #NewBrand2025

Leave a Reply

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping
Let's Chat with Us