ফ্রী শিপিং বলে কিছুই হয়না , সব প্রডাক্টের সাথে শিপিং চার্জ জোড়া থাকে। তাই আমরা আপনাকে বোকা বানাতে চাই না।

দিদি , আমার স্কিন খুবই Dry , আমি অনেক কিছু ব্যবহার করেছি কিন্তু কিছুতেই কিছু হয়নি।

গত সপ্তাহে সৌমি আমার চেম্বারে এসে বলল – দিদি , আমি এর আগেও তোমার প্রডাক্ট ব্যবহার করেছি । আমার চুলের সমস্যা জন্য , ভাল ফল পেয়েছি, তাই আজ তোমার কাছে এসেছি আমার অন্য একটা সমস্যা নিয়ে ।

দিদি , আমার স্কিন খুবি Dry , আমি অনেক কিছু ব্যবহার করেছি কিন্তু কিছুতেই কিছু হয়নি।

বন্ধুরা , Skin Dry কারনে শুষ্ক ও ত্বকের কোমল ভাব হারিয়ে যাই । ত্বক নিঃপ্রান ও অকালে একটা বুড়োটে ভাব চলে আসে।

সৌমি’র ক্ষেত্রেও তাই ঘটেছে …।

সমাধান: দৈনন্দিন খাদ্যাভাসে পরিবর্তন এবং আমাদের কিছু প্রাকৃতিক স্কিনকেয়ার প্রডাক্ট ওকে ব্যবহার করতে Suggest করলাম।

এই রুটিনটি ত্বক পরিষ্কার, পোরস খোলা ও ত্বকে কোমল ভাব বজায় রাখতে সাহায্য করবে ।

GlowMe Herbal

১. Aleovera Gel : ত্বকের আর্দ্রতা বাড়াতে সাহায্য করে ( দিনে ২ বার )

২. Brighten Oil For Body & Face : GlowMe Herbal Brighten Oil , যার মধ্যে র‍য়েছে অলিভ অয়েল, আলমন্ড , কেশর এছড়াও ৫ টি তেলের গুন । যা ত্বককে নরম ও মসৃণ করতে সাহায্য করে, আর্দ্রতা ধরে রাখে। (প্রতিদিন স্নানের পর)

৩. Saffron Glow Cream with Vitamin – C (রোজ রাতে লাগিয়ে নিন)

– সকালে আপনার মুখের glow দেখুন।

– skin Brighten করে। ফর্সা ভাব ধরে রাখে ।

– বয়সের বলিরেখা কমায়।

Buy Link : https://shop.shopmenia.in/shop/beauty-personal-care/skin-care/glowme-herbal-saffron-glow-with-vitamin-c-cream/

তোমাদের WhatsApp মেসেজে — আমি একে একে সবাইকে রিপ্লাই দিচ্ছি, কারো মেসেজই মিস করছি না।

যারই একটু কথা আছে, অর্ডার বা পরামর্শ দরকার — প্লিজ WhatsApp-এ মেসেজ করে রেখো।

তোমার মেসেজটা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।

আমার WhatsApp নম্বর – 090513 12301

#highlight#activefollowers#skincare#beauty#buynow

Leave a Reply

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping
Let's Chat with Us