ফ্রী শিপিং বলে কিছুই হয়না , সব প্রডাক্টের সাথে শিপিং চার্জ জোড়া থাকে। তাই আমরা আপনাকে বোকা বানাতে চাই না।

দৈনিক কিছু সহজ স্টেপ মানলেই আপনি পেতে পারেন স্বাস্থ্যবান, ঝলমলে চুল ।

প্রাকৃতিক ও ঘরোয়া কিছু সহজ নিয়মে চুলের যত্ন নেওয়া যায় … দৈনিক কিছু সহজ স্টেপ মানলেই আপনি পেতে পারেন স্বাস্থ্যবান, ঝলমলে চুল ।

১️⃣ কখন বা কিভাবে চুল বাঁধা বা আঁচড়াবেন ?

  • ভেজা চুল আঁচড়াবেন না
  • শক্ত করে চুল বাঁধবেন না
  • ঘুমাতে যাওয়ার সময়  চুল বেঁধে শুতে চেষ্টা করুন

২️⃣ শ্যাম্পু (সপ্তাহে 2 দিন)

  • হালকা, কেমিকেল-ফ্রি Herbal Shampoo ব্যবহার করুন যা চুল পরিষ্কার রাখবে কিন্তু রুক্ষ করবে না।

আপনি ব্যবহার করতে পারেন:

  • GlowMe Herbal Hibicus Vitamic -E Shampoo , অথবা
  •  GlowMe Herbal Onion + Shampoo, অথবা
  •  GlowMe Herbal Dandruff Free Neem Shampoo

শ্যাম্পুর পর কন্ডিশনার না দিলে চুল রুক্ষ হয়ে যাবে ?  

না , আমাদের প্রতিটা শ্যাম্পু কন্ডিশনার যুক্ত , অর্থাৎ ভিটামিন – E এবং ফেক্স সিড -ের গুণে ভরা, তাই আলাদা করে কন্ডিশনার না দিলেও চলবে।

৪️⃣ হেয়ার সিরাম (চুল শুকানোর পর)

চুল শুকানোর পর একটু সিরাম ব্যবহার করলে চুল উড়ে না, গোছানো ও মসৃণ থাকে ।

আপনি ব্যবহার করতে পারেন:

  • Kumkumadi Hair Serum

৫ . তেল মাসাজ (সপ্তাহে 2-3 দিন)

রাতে ঘুমানোর আগে হালকা গরম তেল স্ক্যাল্পে ভালোভাবে ম্যাসাজ করুন। এতে রক্ত চলাচল বাড়ে, নতুন চুল গজায়, পুরনো চুল মজবুত হয়।

আপনি ব্যবহার করতে পারেন:

  • Hair Regrowth Oil – নতুন চুল গজানোর জন্য
  • Anti Dandruff Hair Oil – চুলে খুসকি প্রতিরোধ করার জন্য
  • Dasmulati Hair Oil – ১০টি ভেষজের শক্তিতে চুলের সামগ্রিক যত্ন

৬. হেয়ার স্প্রে (সপ্তাহে 3- 4 দিন)

অনেকেই চুলে তেল মাসাজ করতে চাই না । স্পেশালি , যাদের প্রতিদিন অফিসে বা কাজে বাইরে যেতে হয়। তারা সপ্তাহে 3- 4 দিন এই হেয়ার স্প্রে টা করতে পারেন। এর পর শ্যাম্পু করার প্র্য়োজন নেই। রাতে ঘুমানোর আগে চুলের গড়ায় স্প্রে করে হাল্কা ভাবে মাসাজ করুন । তারপর চুল বেঁধে শুয়ে পড়ুন।

  • GlowMe Herbal Hair Spray for All Type Hair

আমাদের কাছে আরও অনেক চুলের তেল, শ্যাম্পু, কন্ডিশনার ও সিরাম ভ্যারিয়েশন আছে।

আপনার চুলের ধরন ও সমস্যার ওপর ভিত্তি করে সঠিক পণ্য বেছে নিতে হলে অবশ্যই WhatsApp-এ মেসেজ করুন। আমি নিজে আপনাকে গাইড করব।

Whats App : 9051312301

Visit our Website : https://shop.shopmenia.in/ or https://www.glowmeskincare.com/

Leave a Reply

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping
Let's Chat with Us